যশোর থেকে আব্দুর রহমান (১২) নামে অপহৃত এক শিশুকে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে। সোমবার রাতে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত আব্দুর রহমান যশোর কতোয়ালি থানার শংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে যশোর আব্দুল আজিজ মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী।কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, সোমবার রাতে কোর্ট স্টেশনে কান্নারত অবস্থায় শিশু আব্দুর রহমানকে উদ্ধার করা হয়। রোববার (১১ অক্টোবর) আব্দুর রহমানকে অপহরণকারীরা অপহরণ করে।এ ব্যাপারে ওই দিনই তার বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে কোতায়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। যার নং-৩৫, তাং-১১-১০-১৫। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এএসআই ইসরাফিলের নেতৃত্বে রাতে কোর্ট স্টেশনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।শিশু আব্দুর রহমান সাংবাদিকদের জানায়, অপরিচিত এক ব্যক্তি যশোর রেল স্টেশন থেকে তুলে ট্রেনে করে নিয়ে আসে তাকে। এরপর সেই ব্যক্তি চুয়াডাঙ্গাতে পানি কিনতে স্টেশনে নামলে ট্রেনটি ছেড়ে দেয়। পরে সে ট্রেনের মধ্যে থেকে কান্না করতে থাকে এবং কুষ্টিয়া কোর্ট স্টেশনে নেমে পড়ে।আল-মামুন সাগর/বিএ