সেলিব্রিটিরা ঘরবন্দি কে কী করছেন তা জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন প্রতিযোগিতা চলছে। দেখা যাচ্ছে কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ বা নাচ করছেন ৷
তবে বলিউডের গ্রিকগড হৃত্বিক রোশন এই সুযোগে শিখে ফেলছেন পিয়ানো। ২১ দিনের চ্যালেঞ্জ নিয়ে তার পিয়ানো বাজানোর ভিডিও নিজেই আপলোড করলেন হৃত্বিক৷
আর সেই ভিডিওতেই দেখা গেল হৃত্বিকের পিয়ানো শুনে পাশ দিয়ে হেঁটে গেলেন সুজান খান। হৃত্বিক ভক্তরা মেতেছেন প্রিয় নায়কের নতুন ভিডিওতে। তারা অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন হৃত্বিককে পিয়ানো শেখার জন্য।
এদিকে আনুষ্ঠানিক ডিভোর্স হলেও বর্তমানে একসঙ্গেই থাকছেন হৃত্বিক ও সুজান। তারা ২১ দিনের এই লকডাউনে তাদের সন্তানদের জন্য এক ছাদের নিচে এসেছেন।
এর আগেও দুই পুত্রের জন্য এক হতে দেখা গেছে তাদের। মাঝখানে আবারও এই জুটির বিয়ের কথা শোনা গেলেও এখন পর্যন্ত তেমন কিছুর প্রমাণ মেলেনি।
View this post on InstagramA post shared by Hrithik Roshan (@hrithikroshan) on Mar 31, 2020 at 7:05am PDT
এলএ/এমএবি/এমকেএইচ