টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্ট্যাম্পে লিখিত করে বাল্যবিয়ে দেয়ায় চারজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ সাজা দেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে নাসির উদ্দিনের সঙ্গে একই গ্রামের জামাল তালুকদারের দশম শ্রেনিতে পড়ুয়া মেয়েকে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত করে বিয়ে দেয়া হয়। বর নাসির উদ্দিন স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ কারণে স্ট্যাম্প লেখক ও ঘোনারচালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রুবেল মন্ডলকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া বিয়ে পড়ানোর অপরাধে স্থানীয় মৌলভি আবুল কালাম ও বর-কনের মাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বর ও কনেকে গাজীপুর কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্র পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা।
আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ