যশোরের চৌগাছায় বজ্রপাতে খলিলুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে চৌগাছা উপজেলার আফরা মাঠে ধান কাটার সময় বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত খলিলুর রহমান চান্দা-আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের আতিয়ার রহমান, রোস্তম আলী, কিনু বিশ্বাস, বাবুল ও মুক্তার। এদের মধ্যে গুরুতর আহত আতিয়ার রহমানকে টহলরত সেনা সদস্যদের গাড়িতে করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানান, বজ্রপাতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী জানান, শুক্রবার সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে খেতে ধান কাটছিলেন। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে খেতেই খলিলুর রহমান নিহত হয়। এ সময় ওই মাঠে থাকা আরও বেশ কয়েকজন কৃষক আহত হন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারসহ টহলরত সেনা সদস্যদের টিম ওই স্থানে যান। এরপর গুরুতর আহত আতিয়ার রহমানকে সেনা সদস্যদের গাড়িতে করে যশোর সিএমএইচে নেয়া হয়। আহত রোস্তমকে যশোর হাসপাতালে ও কিনু বিশ্বাসকে চৌগাছা হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া বাবুল ও মুক্তার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মিলন রহমান/এফএ/পিআর