শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সালাউদ্দিন গাজী (২২)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মো. সালাউদ্দিন গাজী সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পশ্চিম মোনাই হাওলাদারকান্দি গ্রামের সাহেব আলী গাজীর ছেলে।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, শুক্রবার দুপুরে ওই যুবক ও তার বন্ধুরা মিলে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পশ্চিম মোনাই হাওলাদারকান্দি পদ্মা নদীতে মাছ ধরতে যান। হঠাৎ ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলার ঘড়িসার আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ছগির হোসেন/এফএ/পিআর