পারিবারিক কলহের জেরে ভাগ্নের হাতে থাকা মুগুরের আঘাতে মৃত্যু হয়েছে ৭০ বছরের বৃদ্ধা খালা নিলবানুর। রোববার সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ছোট কাঠুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট কাঠুরিয়া গ্রামের মৃত আফতাব উদ্দিন রুহীর স্ত্রী নিলবানুর কন্যা রুবীর(৩২) সঙ্গে পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে তারই খালাতো ভাই জামালের (৩০) ঝগড়া শুরু হয়। ঝগড়া দেখে খালা নিলবানু থামাতে এগিয়ে গেলে ভাগ্নে জামাল তার হাতে থাকা মুগুর দিয়ে খালার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই খালা নিলবানুর মৃত্যু হয়।
এ সময় জামালের এলোপাথাড়ি আঘাতে নিলবানুর মেয়ে রুবী ও তার মেয়ে ঈশিতা (৮) আহত হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘাতক জামালকে আটক এবং আহত রুবী ও ঈশিতাকে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় গ্রামবাসীরা ঘাতক জামালকে পুলিশের কাছে সোপর্দ করে।
দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক জামালকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কামাল হোসাইন/এফএ/জেআইএম