কিশোরগঞ্জের ভৈরবে এলাকাবাসীর হাতে অস্ত্রসহ আটক হয়েছেন ৪ ডাকাত। সোমবার ভোরে উপজেলার গজারিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসী তাদের আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ডাকাতরা হলেন, ভৈরবের মিরারচর এলাকার আলমগীর হোসেন (৩৫), টানকৃষ্ণনগর গ্রামের মো. জুয়েল (২৪), কুলিয়ারচরের লালপুর এলাকার দ্বীন ইসলাম (৩০) ও নরসিংদির বেলাব থানার সররাবাদ গ্রামের কাশেম মিয়া (২৭)।
এ সময় ডাকাতদের কাছ থেকে রামদা, ছুরি, সুইসগিয়ার ও ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভৈরব থানা পুলিশ বাদী হয়ে সোমবার দুপুরে মামলা করেছে। পরে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতদল সোমবার ভোর ৫টার দিকে উপজেলার গজারিয়া গ্রাম এলাকায় একটি বাঁশবাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় গ্রামের এক লোক তাদের দেখে সন্দেহ হলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ৪ ডাকাতকে আটক করেন। ঘটনার সময় তাদের সঙ্গী আরও ৩ ডাকাত পালিয়ে যান।
ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, আটকরা মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ ডাকাত। গজারিয়া এলাকায় কারো বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের সঙ্গীয় ৩ ডাকাত পালিয়ে গেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।
আসাদুজ্জামান ফারুক/এফএ/এমকেএইচ