চাঁপাইনবাবগঞ্জে কবুতর নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সংঘর্ষে সাজেমান মন্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার বাবুডাইং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজেমান সদর উপজেলার বাবুডাইং (চটিগ্রাম নতুন পাড়ার) মৃত মহুর আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, কয়েকদিন থেকেই স্থানীয় সূর্যনারায়ণপুর এবং নারায়ণপুর গ্রামের দুপক্ষের মধ্যে কবুতর বিক্রির টাকা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয়পক্ষ ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় ইটের আঘাতে সাজেমান মন্ডল মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। থানায় এখনও কেউ অভিযোগ করেনি। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
মোহা. আব্দুল্লাহ/এমএএস