দেশজুড়ে

৬ হাজার পরিবারের পাশে ‘মানবিক কর্মকর্তা’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ বড় অসহায় হয়ে পড়েছে। খাদ্য সংকটে লাখ লাখ মানুষ। ছোট্ট একটি ভাইরাসের কবলে পড়ে লাগাম হারিয়েছে সবাই। সাধারণ জীবনব্যবস্থা এখন হুমকির মুখে। এমন পরিস্থিতিতে দিশেহারা মানুষের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে বেতন-ভাতার জমানো সব অর্থ খরচ করছেন ডিসি ফুড সেফাউর রহমান।

জানা গেছে, গত একমাসে তার নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জের প্রায় ৬ হাজার দিনমজুর পরিবারকে আপদকালীন বিশেষ খাদ্য সহযোগিতা করেছে। এর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, আটা, সাবান ইত্যাদি। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট, মাস্ক, স্যানিটাইজার, সাবান ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে।

যতদিন এই দুর্যোগ না কাটবে ততদিন তিনি তার সাধ্যমতো সহায়তা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। গত দুই মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে সরকারি বরাদ্দের তালিকায় না থাকা পরিবারকে তার সহধর্মিনী ও নিজ পরিবারের অন্যান্য সদস্যদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অনুসরণ করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন।

ডিসি ফুড সেফাউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রজাতন্ত্রের একজন সেবক হিসেবে মানবিক কারণে আমি আমার সামর্থ্যের সবটুকু দুর্দশাগ্রস্ত মানুষের জন্য নিঃস্বার্থভাবে উজাড় করে দিতে কার্পণ্য করিনি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এছাড়া ঈদে খাদ্য সামগ্রী কেনার জন্য প্রায় ৩০০ ছাত্রলীগের নেতাকর্মীর পরিবারকে নগদ অর্থ প্রদান করেন ডিসি ফুড সেফাউর রহমান।

উল্লেখ, মো. সেফাউর রহমান ২৫তম বিসিএস খাদ্য কর্মকর্তা হিসেবে যোগদানের পর এখন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত। মানবিক সরকারি কর্মকর্তা হিসেবে সবার মাঝে পরিচিত তিনি।

এমআরএম/পিআর