চাঁদপুরের মতলব উপজেলার তোফাজ্জল হোসেন ঢালী হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫৭ জন।
পাসের হার শতকরা ৯৯.৩৭; যা মতলব উপজেলার মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ৩১ জন জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে পাঁচজন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।
জিপিএ-৫ এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৯ জন আর মানবিক বিভাগ থেকে দুইজন। অন্যান্য যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে এ গ্রেড পেয়েছে ৬৪ জন, এ মাইনাস পেয়েছে ৬০ জন এবং বি গ্রেড পেয়েছে দুইজন।
প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুর জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সফলতা দেখিয়ে আসছে তোফাজ্জল হোসেন ঢালী হাইস্কুল। স্কুলের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইউএস-বাংলা গ্রুপের অন্যতম পরিচালক আলমগীর হোসেন ঢালী। এবারের এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন আলমগীর হোসেন ঢালী।
এএম/এমকেএইচ