দেশজুড়ে

১৬ কোটি টাকার সাপের বিষসহ ধরা খেলেন ইকবাল

ফেনী-নোয়াখালী সড়কে অভিযান চালিয়ে ১৬ কোটি টাকার মূল্যের সাপের বিষসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সড়কের কাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এসময় দক্ষিণ কাশিমপুর এলাকাস্থ স্টারলাইন ফুড প্রোডাক্ট কারখানা সংলগ্ন একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে থেকে মো. ইকবাল হোসেনকে (৩৫) দুই পাউন্ড সাপের বিষসহ আটক করা হয়।

অভিযানের সময় মোটরসাইকেলে থাকা অন্য আরেক আরোহী পালিয়ে যায়।আটক মো. ইকবাল হোসেন নোয়াখালীর সুধারামপুর উপজেলার পশ্চিম রুইয়া এলাকার লাতু মিয়ার ছেলে।পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইকবালকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

রাশেদুল হাসান/এমএএস/এমএস