দেশজুড়ে

খেলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হলো দুই শিশুর

পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় পানিতে ডুবে সিয়াম হোসেন (৩) ও আরিফ হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিয়াম আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দুলাল হোসেনের ছেলে এবং আরিফ হোসেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে তোড়িয়া এলাকার তিন বছরের সিয়াম হোসেন বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির ঘণ্টা খানেক পর বাড়ির পাশের একটি ছোট খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

এদিকে সকালের দিকে তেঁতুলিয়া উপজেলায় শালবাহান এলাকার পাঁচ বছরের শিশু আরিফ হোসেনও বাড়ির পাশে খেলা করার সময় হারিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম ও আটোয়ারী থানার ওসি ইজার উদ্দিন পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এফএ/জেআইএম