মাদারীপুরের রাজৈরে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস শরীফ (৩৭) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস শরীফ উপজেলা শংকরদীরপাড় গ্রামের আব্দুল হাই শরীফের ছেলে এবং টেকেরহাট মার্কাজ মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মোটরসাইকেলে ফেরার পথে টেকেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ইলিয়াস শরীফ। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাকে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।
রাজৈর থানার ওসি শওকত জাহান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএ/এমকেএইচ