দেশজুড়ে

ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

যশোরের অভয়নগরে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামের দবির শেখের ছেলে মনিরুল ইসলাম (৪৩) ও খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের মালেক বিশ্বাসের ছেলে মিজানুর রহমান বিশ্বাস (৪৫)। আহত হয়েছেন খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের আশরাফ আলীর ছেলে ইনামুল ইসলাম (১৮)।

পুলিশ জানায়, সকালে উপজেলার রাজঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক বাইপাস সড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল সাড়ে ৯টার দিকে আহত মনিরুল ইসলাম ও মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। ইনামুল ইসলাম নামে আরেকজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শাহাবুদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি বর্তমানে হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএআর/পিআর