করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায়।
বৃহস্পতিবার (২ জুলাই) এক বিবৃতিতে ফি বাতিলের দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, দীর্ঘ চার মাস ধরে ঢাকা মহানগরের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-রোজগার বন্ধ থাকায় এমনিতেই জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। এর ওপর করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি প্রদান তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে।
ফেল করোনা পরীক্ষার ক্ষেত্রে মানুষের মধ্যে অনীহা তৈরি হবে। এতে করোনা নিয়ন্ত্রণে সরকারি কার্যক্রম ব্যাহত হবে। বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।
এফএইচএস/এমএসএইচ/এমকেএইচ