পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন আধুনিকায়নে কাজ চলছে। একসঙ্গে ১৮টি ট্রেন দাঁড়ানোর জন্য রেললাইন স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে মিটারগেজ ও ব্রডগেজ (ডুয়েল) লাইন সম্প্রসারণের কাজও চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ২৬ কিলোমিটার রেল সংযোগের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৩৩৫ কোটি টাকা। নতুন রেললাইন ও নতুন স্টেশন স্থাপনের কাজ চলছে। আর রেলওয়ের যাত্রীসেবার মান উন্নয়নের জন্য ঈশ্বরদী রেল স্টেশনকেও আধুনিকায়ন করা হচ্ছে।
ঈশ্বরদী রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রেলপথ মন্ত্রণালয়ের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রেললাইন নির্মাণ, নতুন স্টেশন স্থাপন, রেললাইন সংস্কার ও সম্প্রসারণ কাজ চলছে। পাশাপাশি ঈশ্বরদী প্ল্যাটফর্মে যাত্রীদের সেবার মান বৃদ্ধির জন্য প্ল্যাটফর্ম সংস্কার, ১৮টি কোচ স্টেশনে দাঁড়ানোর উপযোগী করতে সম্প্রসারণ, ট্রেন থেকে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের খুব সহজেই নামার সুবিধার্থে প্ল্যাটফর্ম উঁচুকরণ, যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে আধুনিক টয়লেট, বসার স্থান, বিশ্রামাগারসহ রেলওয়ে স্টেশনটিকে ডিজিটালাইজড করতে নানামুখী উন্নয়ন কাজ চলছে।
রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক জানান, ঈশ্বরদী রেল স্টেশনটিতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই স্টেশনটি আধুনিকায়ন ও যুগোপযোগী করে তোলার কাজ চলছে। খুব শিগগিরই এসব কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজের মান ও অগ্রগতি দেখতে শনিবার (৪ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সচিব ঈশ্বরদীতে আসছেন বলেও জানান রেলওয়ের এই কর্মকর্তা।
আরএআর/পিআর