রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকসেবন ও বিক্রির অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বার্তায় ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, অভিযানে দুই হাজার ১১০ ইয়াবা ট্যাবলেট, ১৬ গ্রাম হেরোইন, দুই কেজি গাঁজা ও ১২২ বোতল ফেনসিডিলর উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা করেছে পুলিশ।
এআর/বিএ/জেআইএম