দেশজুড়ে

বন্যাকবলিত এলাকার মানুষকে দেখতে গেলেন পলক

নাটোরের সিংড়া ও নলডাঙ্গার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আত্রাই নদীর পানি বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। ২১টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বানভাসি মানুষ।

এ অবস্থায় শনিবার (২৫ জুলাই) সকালে হাঁটু সমান পানি উপেক্ষা করে নিজ নির্বাচনী এলাকা সিংড়া পৌর বাজার ও তাজপুর এলাকার বন্যাকবলিত মানুষকে দেখতে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

বানভাসিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী পলক বলেন, আমার নির্বাচনী এলাকার আট ইউনিয়ন ছাড়াও সিংড়া পৌর এলাকার পৌর বাজার ও পৌরসভার সরকারপাড়া, গোডাউনপাড়া, সোহাগবাড়ি ও শোলাকুড়াসহ বিভিন্ন মহল্লা বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যাদুর্গত মানুষদের জন্য ৫০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আপনারা সেখানে আশ্রয় নেবেন।

তিনি বলেন, এর আগেও আমরা বন্যাকবলিত মানুষকে আশ্রয় দিয়েছি, তাদের খাওয়া-দাওয়া ও চিকিৎসাসহ অন্যান্য ব্যয় বহন করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি মানুষকেও না খেয়ে রাখবে না। সবাই সহায়তা পাবেন। বন্যার পানি নেমে গেলে শহররক্ষা বাঁধ নির্মাণকাজ পুনরায় শুরু করাসহ চলনবিলের অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পৌর এলাকার সরকারপাড়া, গোডাউনপাড়া, সোহাগবাড়ি ও শোলাকুড়াসহ বিভিন্ন মহল্লায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী পলক।

রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ