দেশজুড়ে

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীরা

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। পরে ‘এসো সকল নতুন কুড়ি, নিরাপদ শহর গড়ি’ স্লোগান সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক মো. ইসলাম চৌধুরীর হাতে তুলে দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক নোমান মিঠু, জেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো. মহিব্বুল্লাহ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী নিবির দাসগুপ্ত প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পটুয়াখালী একটি শান্তির শহর। সম্প্রতি কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। তাদের মাদক ব্যবসা, ইভটিজিং, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ছিনতাই কর্মকাণ্ডে অতিষ্ঠ আমরা। দ্রুত সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে।

বিইউবিটির শিক্ষার্থী নিবির দাসগুপ্ত বলেন, ২২ জুলাই মাদক সেবনে বাধা দেয়ার জেরে নাসিবের ওপর ‘সবুর কিশোর গ্যাংয়ের’ প্রধান সবুরসহ তার বাহিনী হামলা করে। নাসিব দৌড়ে পানামা ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় চলে যায়। এ সময় নাসিবের বন্ধু মুন্না এবং আমাকে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে মুন্না হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মুন্নার মা মামলা করেছেন। এরপরও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হয়নি।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ বলেন, ২২ জুলাই মারামারির ঘটনাকে কেন্দ্র করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামি সিফাতসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমএস