সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামে ঈদুল আযহা উদযাপন হয়েছে। এসব গ্রামের মানুষ ঈদের নামাজ পড়ে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপন করছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি। জানা গেছে, জেলার বাউফল, কলাপাড়া, গলাচিপা, দশমিনা ও সদর উপজেলার ২২টি গ্রামের কয়েক হাজার মুসলমান এ আগাম পবিত্র ঈদুল আযহা পালন করেছেন। স্থানীয়ভাবে ওইসব গ্রামবাসী চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।
বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও আমরা ঈদুল আযহা পালন করছি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/এমএস