জাতীয়

হোসনি দালান থেকে তাজিয়া মিছিল

অাজ পবিত্র অাশুরা। এ উপলক্ষে সকাল ১০টার দিকে পুরান ঢাকায় শিয়াদের সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে খ্যাত হোসানি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে।মিছিলটি পুরান ঢাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করবে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিয়া সম্প্রদায়ের লোকজন এরই মধ্যে মিছিলে যোগ দিয়েছে। শিশু থেকে শুরু করে সব বয়সের লোকজন এবং নারী-পুরুষ নির্বিশেষ সবাই মিছিলে অংশ নিয়েছে। ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা নিয়ে এ মিছিল এগিয়ে চলছে। এছাড়া মিছিলে কালো কাপড় দিয়ে প্রকীতী হোসেন (রা:) এর লাশ বহন করছে। মিছিলের মধ্যেই কোরআন তেলাওয়াত ও ধর্মীয় সংগীতের ব্যবস্থা রাখা হয়েছে। মিছিলকে কেন্দ্র করে অনেক উৎসুক জনতা রাস্তার দুপাশে ভিড় জমিয়েছে।তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুলিশ মিছিলের সঙ্গে সঙ্গে যাচ্ছে। থানা বদল হলে টহল পুলিশও পরিবর্তন হবে। সরকারি ব্যবস্থাপনা ছাড়াও মিছিল কমিটি নিজ উদ্যোগ নিরাপত্তার ব্যবস্থা করেছে।শোকাবহ মহররম মাসে কারবালার প্রান্তরে ইয়াজিদ সেনাদের হাতে নির্মমভাবে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)। আজ থেকে ১৩৭৫ চন্দ্রবছর আগে ৬১ হিজরির দিনে (৬ মহররম) কারবালার ময়দানে তিনি শহীদ হন। যথাযথ ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করছেন বাংলাদেশের শিয়া সম্পদায়।তাজিয়া মিছিল কমিটির সভাপতি মীর জুলফিকার অালী বলেন, ‘অামাদের তাজিয়া মিছিল সকাল ১০টায় বের হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে। এছাড়াও অাগামীকালসহ ৮, ৯ ও ১০ তারিখে তাজিয়া মিছিল হবে। এসব মিছিল হোসাইনী দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে ধানমন্ডি সীমান্ত স্কয়ারের উল্টাদিকে শেষ হবে। প্রথম থেকে প্রসাশনের পক্ষ থেকে অামাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। তারা প্রতিনিয়ত অামাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’ পাশাপাশি তাজিয়া মিছিলে কোনও যেন বিশৃঙ্খলা না হয় সে দিকে লক্ষ্য রাখছেন বলেও জানান তিনি।