মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে ও আটক নেতাদের মুক্তির দাবিতে বুধবার সকাল থেকে দলটির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানান।বিবৃতিতে তিনি জামায়াত নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশী-বিদেশী মানবাধিকার সংস্থা, জাতিসংঘ ও বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ী হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতি থেকে জানা যায়।এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জামায়াত। এ ছাড়া বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু কামারুজ্জামানের আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সোমবার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। এর প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে বুধবারও হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।এর আগে দলটি গত সপ্তাহের বৃহস্পতিবার ও চলতি সপ্তাহের রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পালন করে। বুধবার সকালে শুরু হওয়া হরতাল কর্মসূচি চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।