খেলাধুলা

টাইগার ক্রিকেটারদের নিয়ে ম্যাকমিলানের যে পরিকল্পনা

কাজ করতে হবে যাদের নিয়ে, তাদের সম্পর্কে খুব একটা পূর্ব ধারণা নেই বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানের। কিউই এই কোচ তাই মনে করছেন, তার প্রথম কাজই হবে মুশফিক-তামিমদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।

নেইল ম্যাকেঞ্জির আকস্মিক পদত্যাগের পর টাইগারদের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ম্যাকমিলানকে। তবে আপাতত দীর্ঘমেয়াদে নয়, ম্যাকমিলান কাজ করবেন কেবল শ্রীলঙ্কা সফরে তিন টেস্টের সিরিজে।

নিউজিল্যান্ড জাতীয় দলে খেলেছেন দীর্ঘদিন। পাঁচ বছর কাজ করেছেন কেন উইলিয়ামসন, রস টেলরদের ব্যাটিং কোচ হিসেবে। ছিলেন ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। ম্যাকমিলানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার উপায় নেই।

তবে বাংলাদেশ দলে তিনি কতটা সাফল্য পাবেন, তার পুরোটাই নির্ভর করছে ক্রিকেটারদের সঙ্গে কতটা মিশে যেতে পারেন এই কোচ। ‘ক্রিকইনফো’র সঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাকমিলান স্বীকার করে নিলেন, টাইগার ক্রিকেটারদের সম্পর্কে তেমন একটা ধারণা নেই তার।

ম্যাকমিলান বলেন, ‘আমাকে প্রথম যে কাজটা করতে হবে, সেটা হলো খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। আমি সেটা করতে মুখিয়ে রয়েছি। বাংলাদেশ দলের বিপক্ষে নিউজিল্যান্ডের খেলার সুবাদে আমি কয়েকজন খেলোয়াড় সম্পর্কে জানি, তবে ওত ভালোভাবে নয়। আমি এসেই টেকনিক পরিবর্তনের কাজে লেগে যাব না। আমি শুধু তাদের গেম প্ল্যানে কিছু যোগ করব, যা তাদের সাফল্য এনে দিতে পারে।’

টেস্ট ক্রিকেটে ভালো করতে কি করতে হবে সেই ধারণাটাও দিলেন ম্যাকমিলান। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, টেস্ট ম্যাচের কোয়ালিটি ব্যাটিংয়ের প্রথম কাজ হলো সলিড ডিফেন্স। তার সঙ্গে নিজের ওপর বিশ্বাসটা থাকতে হবে। দীর্ঘ সময় ধরে ভালো সিদ্ধান্ত নেয়ার সামর্থ্য থাকতে হবে। যদি আপনি সেটা পারেন, তবে বোলারদের সঙ্গে লড়াই করতে পারবেন এবং সঠিক সময়ে সঠিক শট খেলাই টেস্ট ক্রিকেটে সফল হওয়ার চাবিকাঠি।’

অক্টোবরের শেষ সপ্তাহে সিরিজ শুরু হলেও করোনার বিরতির পর সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে আগেভাগেই শ্রীলঙ্কা চলে যাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিন সপ্তাহের ক্যাম্প হবে সেখানেই। বিসিবির এই সিদ্ধান্তকে বাহবা দিচ্ছেন ম্যাকমিলান। তিনিও মনে করেন, টেস্টে নামার আগে এই প্রস্তুতিপর্বটা খুব কাজে দেবে।

এমএমআর/এমকেএইচ