দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিরল উপজেলার ভারাডাঙ্গী গ্রামের মহির উদ্দীনের ছেলে ফিরোজ জামাল (৪০) ও চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের শান্তির বাজার এলাকার শাহাপাড়ার শামীম সরকারের স্ত্রী শাপলা খাতুন (৩৭)।
স্বামী সন্তানসহ মোটরসাইকেলযোগে শাপলা খাতুন কারেন্টহাট যাচ্ছিলেন। চিরিরবন্দর হেলিপোর্ট এলাকায় একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শাপলা খাতুন ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়েন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনি নিহত হন। চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, বেলা ১১টার দিকে বিরল উপজেলার ধামইর ইউপির বাজনাহার এলাকায় ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ফিরোজ জামাল নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী হরিশ চন্দ্র আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিরল থানা পুলিশের ওসি শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ