উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে বাতে বরিসভের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১.৪৫মিনিটে।প্রথম লেগে বরিসবের মাঠে ২-০ গোলে জিতেছিল বার্সা। এবার ঘরের মাঠে খেলা হওয়ায় বড় জয় ছাড়া ভিন্ন অন্য কিছু কল্পনা করছে না তারা। ইনজুরির কারণে এম্যাচেও মেসিকে দলে পাচ্ছে বার্সা। এদিকে পরিসংখ্যান মোটেও বেলারুশের ক্লাবটির পক্ষে কথা বলছে না। তারা কখনোই স্প্যানিশ কোনো ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে জয় পায়নি। তার উপর চ্যাম্পিয়ন্স লিগে তাদের সবশেষ ১৩টি ম্যাচের মাত্র একটিতে জিতেছিল তারা। বার্সেলোনা অবশ্য ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ৭টি ম্যাচের সবকটিতেই জিতেছে। ২০১১ সালের ডিসেম্বরে এই ব্যাটে বরিসবের বিপক্ষেই তারা জয় পেয়েছিল ৪-০ গোলে।এমআর/পিআর