ক্যাম্পাস

ঘুমের মধ্যে কামড় দিলো বিষধর সাপ, মারা গেলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

বিষধর সাপের কামড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত রাসেল মোল্লা (২০) বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রাসেল। আনুমানিক রাত আড়াইটার দিকে তার হাতে সাপ কামড় দেয়। প্রথমে বিষয় গুরুত্ব দেননি তিনি।

সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েন। এরপর সাপের বিষক্রিয়ার যন্ত্রণা শুরু হয় তার। পরে স্থানীয় ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রাসেলের বন্ধু সীমান্ত সরকার বলেন, সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে বাঁচাতে অনেক চেষ্টা করেন। তার শরীরে ১৪টি অ্যান্টিভেনম পুশ করা হয়। তারপরও যখন কোনো উন্নতি হচ্ছিল না তখন আমরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাসেলের গ্রামের বাড়ি ইবি ক্যাম্পাসস্থ শেখপাড়া বাজারের শীতলীডাঙ্গা ঈদগাহের কাছে। তিনি ওই গ্রামের আমজাদ মোল্যার ছেলে। রোববার সন্ধ্যায় জানাজা শেষে বাড়ির পাশেই স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মৃত শিক্ষার্থীর বাড়িতে গেছি আমি। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেছি। আমরা সবাই সমবেদনা জানিয়েছি।

এএম/জেআইএম