টাঙ্গাইল টাঙ্গাইল উপজেলার এনায়েতপুরে খেলতে খেলতে খালের পানিতে ডুবে মরিয়ম (৪) ও সখীপুর পৌর শহরের বাসার ছাদ থেকে পড়ে জাকিয়া আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া মরিয়ম টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর ধুলেরচর মাদারাসা এলাকার সজিব মিয়ার মেয়ে।
অপরদিকে, বাসার ছাদ থেকে পড়ে মারা যাওয়া জাকিয়া আক্তার সখীপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের হোটেল ব্যবসায়ী কাঞ্চন মিয়ার মেয়ে।
জানা যায়, বুধবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর ধুলেরচর মাদারাস এলাকার বাসিন্দা সজিব মিয়ার মেয়ে মরিয়ম খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের খালের পানিতে তাকে ভাসতে দেখা যায়।
পরিবারের লোকজন শিশু মরিয়মকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জেবু আক্তার।
অপরদিকে, বুধবার দুপুর দেড়টার দিকে সখীপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোটেল ব্যবসায়ী কাঞ্চন মিয়ার দোতলা বাসার ছাদে খেলাধুলার করার সময় নিচে পড়ে গুরুতর আহত হয় জাকিয়া আক্তার।
তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে মির্জাপুর কুমুুদিনী হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ