সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৫৩ নেতাকর্মীসহ ৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল ৪টা পর্যন্ত জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, তারা নাশকতার লক্ষ্যে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন স্থানে জড়ো হতে থাক। খবর পেয়ে পুলিশ জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে বলেও জানান তিনি।গ্রেফতারকৃতদের মধ্যে কলারোয়া পৌর জামায়াতের নায়েবে আমির আ. মতিন খান, জামায়াতের অর্থের যোগানদাতা ও সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শহিদুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি ও জামায়াতের রোকন আনারুল ইসলাম এবং জেএমবির সদস্য সেলিম বাবু ওরফে টাক বাবুসহ ৭১ জনকে আটক করা হয়েছে। এ অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এআরএ