দেশজুড়ে

লালমনিরহাটের ঘটনায় ৩ দিনের রিমান্ডে ৫ আসামি

লালমনিরহাটের বুড়িমারীতে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিন মামলায় প্রথম দফায় গ্রেফতার পাঁচজনের ৩ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টায় লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম তাদের ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।

এর আগে গ্রেফতার পাঁচ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মাহমুদুন্নবী।

প্রথম দফায় গ্রেফতাররা হলেন- ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম (২২) ও বায়েজিদ (২৪), ইউসুফ আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক (২০), আবুল হাসেমের ছেলে মাসুম আলী (৩৫) এবং সামছিজুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রবিউল হাসান/এফএ/জেআইএম