দেশজুড়ে

হাজী সেলিমের দখলে থাকা ১৪ বিঘা জমি উদ্ধার করল প্রশাসন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের দখলকৃত ১৪ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের নেতৃত্বে এসব সরকারি জমি দখলমুক্ত করা হয়।

ইউএনও আতিকুল ইসলাম বলেন, রোববার তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখেছি নির্দেশনা মোতাবেক কাজ করেছে তারা। আমরা সেখানে সাইনবোর্ড টানিয়ে দিয়েছি।

রোববার উপজেলার মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের দখলে থাকা সিমেন্ট ফ্যাক্টরির দু’পাশে প্রায় ১৪ বিঘা জমি চিহ্নিত করে প্রশাসন। এরপর কিছু জমি উদ্ধার করা হয়। বাকি জমি ছেড়ে দিতে নির্দেশনা দিয়ে আসে প্রশাসন।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম