দেশজুড়ে

চৌমুহনী পৌর আ.লীগের কমিটি ভেঙে দেয়ায় বিক্ষোভ সমাবেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর আওয়ামী লীগের কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করার প্রতিবাদে পদবঞ্চিত সাবেক কমিটির সদস্যরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

সোমবার (০৯ নভেম্বর) রাত ৮টার দিকে চৌমুহনী পাবলিক হল চত্বরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র ও বিগত কমিটির সভাপতি আক্তার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক বেগমগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক আযাদ, কাজী আনোয়ারুল আমিন তুহিন ও সাবেক ছাত্রলীগ নেতা ইউসুফ মোল্লা।

বক্তারা আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত তা বাতিলের দাবি জানান। এ আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য উপজেলা কমিটিকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

গত ৬ নভেম্বর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটির বর্ধিত সভায় চৌমুহনী পৌর আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা ভেঙে সাহাব উদ্দিন কাজলকে আহ্বায়ক করে নতুন ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনসহ দলীয় সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়।

মিজানুর রহমান/এএম/এমএস