ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সৈয়দ মুনাব্বির আহমেদ (২৫) নামে এক তরুণ সংস্কৃতিকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার পর রাতে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
অভিযোগ উঠেছে, সরকারি খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টির প্রতিবাদ করায় মুনাব্বিরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি আলিয়ারা গ্রামের শিব্বির আহমেদের ছেলে। সৃজন সাহিত্য সংগঠন নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
নিহতের পারিবার জানায়, গত ৭ নভেম্বর আলিয়ারা গ্রামের একটি সরকারি খালে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করেন স্থানীয় বাসিন্দা ওসমানসহ কয়েকজন। এ নিয়ে মুনাব্বির প্রতিবাদ করলে তাকে বেধড়ক পেটানো হয়। পরে গুরুতর অবস্থায় মুনাব্বিরকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথে মারা যান মুনাব্বির।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) এ টি এম আরিফুল হক জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকের আটক করা হয়েছে।
এএইচ/পিআর