কুষ্টিয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ১২ মাইল ও জেলা শহরের মজমপুরগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেড়ামারা থানার পশ্চিম বাহিরচর এলাকার মৃত রহমান আলীর ছেলে রাজ্জাক (৫০) ও মেহেরপুরের গাংনী উপজেলার সহড়া বাড়িয়া এলাকার মৃত আতর আলী বিশ্বাসের ছেলে আক্কাস আলী।
জানা গেছে, কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের ১২ মাইল এলাকায় মোটরসাইকেল আরোহী রাজ্জাককে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
অপরদিকে কুষ্টিয়া শহরের মজমপুরগেট এলাকায় এমআরএস তেল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যান আরোহী আক্কাস আলী। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারও মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম জানান, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এফএ/পিআর