নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল চারটা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলা নির্বাচন ও জেলা নির্বাচন কার্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশার সহধর্মিণী শাহনাজ বেগম (আওয়ামী লীগ প্রার্থী), বিএনপিপ্রার্থী মঞ্জুরুল আজিম সুমন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক মুন্না এবং স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন, মফিজুর রহমান ও জোবায়ের হোসেন মনোনয়ন জমা দিয়েছেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৭ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৩ ও ২৪ নভেম্বর। আর আগামী ১০ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে আসনটি শূন্য হয়।
১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ ১৬ হাজার ২৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৫ হাজার ৯৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ২৩৬ জন।
মিজানুর রহমান/এসআর/জেআইএম