হবিগঞ্জের মাধবপুরে বিয়ের পাঁচদিনের মাথায় আব্দুল মজিদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মজিদ উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল মজিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর আব্দুল মজিদের সঙ্গে একই উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুন নুরের মেয়ে ফাহিমার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে সোমবার (১৬ নভেম্বর) বাড়িতে আসেন তিনি। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন মজিদকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না।
কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/এমএস