নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত শনিবার রাতে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ৬টি মুঠোফোন ও একটি নিবন্ধনহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- উপজেলার করিমপুর এলাকার রাকিব চৌধুরী (১৯), মো.সহিদুল ইসলাম পাভেল (১৯), মো. জাকির হোসেন সাগর (২০), গণিপুর এলাকার মো. সজিব হোসেন বাবর (২০) ও তানভির আহম্মদ সিয়াম (২০)।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান জানান, শনিবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের পাঁচ সদস্যকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা বিচারাধীন রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান/এমএসএইচ