নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভনে কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মো. সোহেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২ ডিসেম্বর) বিকেলে আটক সোহেলকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে আটক করে পুলিশ। আটক সোহেল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরনবী মাস্টারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। গত ৬ অক্টোবর রাত ৮টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে পার্শ্ববর্তী ঝাউ বাগানে নিয়ে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় পরদিন দুপুর ২টার দিকে ওই কিশোরীর বাবা বাদী হয়ে চরজব্বর থানায় ধর্ষণ মামলা করেন।
চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, অভিযুক্ত সোহেলকে বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ