সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা মো. খলিল মিয়া নামের এক আসামির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলের ভেতরে হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্র জানায়, খলিল মিয়া বিচারাধীন একটি ডাকাতি মামলার আসামি ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, জেল থেকে নিয়ে আসা এক আসামির মৃত্যু হয়েছে। কেন মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট না পেলে বলা যাবে না। শুক্রবার ময়নাতদন্ত করা হবে।
সুনামগঞ্জ জেল সুপার নুরশেদ আহমদ ভূঁইয়া জাগো নিউজকে জানান, জেলে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। সে বিকালে হঠাৎ অসুস্থ হলে সদর হাসপাতালে নেয়া হয়, পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লিপসন আহমেদ/এএইচ/জেআইএম