বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বন্দরে সকল আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) বন্দরের সব ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, বন্দরে প্রতিদিন রাজস্ব আদায় হচ্ছে গড়ে আড়াই কোটি টাকা। বুধবার ছুটি থাকায় সেদিন বন্দরের কোনো কার্যক্রম হবে না।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত সরকার বলেন, করোনা মহামারির শুরু থেকে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কবে চালু হবে সে বিষয়ে আমার জানা নেই।
আকরামুল ইসলাম/এসএমএম/এমএস