জমে উঠছে সাগরকন্যা কুয়াকাটার পৌর নির্বাচনের প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন পৌর নির্বাচনে পর্যটনবান্ধব প্রার্থীকেই বেছে নিবেন তারা। অবাধ, সুষ্ঠ, নিরপক্ষে ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা নির্বাচন কর্মকর্তাদের।
আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে চলছে ভোটযুদ্ধের লড়াই। সাগরকন্যা খ্যাত পৌরসভার যোগাযোগ ব্যবস্থাসহ নাগরিক সুবিধা বঞ্চিত ক্ষুব্ধ ভোটাররা যোগ্যপ্রার্থীকে বেছে নিতে চাইছেন। তরুণ ভোটাররাও চাইছেন পর্যটনবান্ধব জনপ্রতিনিধি।
নৌকার বিকল্প নেই বলে জয়ে আশাবাদী নৌকার প্রার্থী আব্দুল বারেক মোল্লা। পরিকল্পিত নগরী গড়তে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ধানের শীষের প্রার্থী হাজী আব্দুল আজিজ মুসুল্লী। এদিকে জগ প্রতীক নিয়ে জয়ের লক্ষে নানা প্রতিশ্রুতি দিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া স্বতন্ত্রপ্রার্থী মো.আনোয়ার হাওলাদার। এছাড়া প্রচারণায় পিছিয়ে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পাখা প্রতীকের প্রার্থী হাজী নুরুল ইসলাম মুসুল্লীও।
নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন সাধারণ ও মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। উঠান-বৈঠক, পথসভা, গণসংযোগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
এদিকে অভ্যন্তরীণ রাস্তাঘাটের বেহাল দশা, খারাপ ড্রেনেজ ব্যবস্থাসহ এ পৌরসভায় বিদ্যমান নানা সমস্যার সমাধানে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। এ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এছাড়া মহিলা কাউন্সিলর আটজনসহ সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন মোট ৩২ জন প্রার্থী।
জানা গেছে, আনোয়ার হাওলাদার গত সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়ে লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কয়েক দিনের মাথায় ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ে মাঠের এক সভায় বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিবকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং নৌকা প্রতীকের প্রার্থীর সাথে নির্বাচন করেন। সেই থেকে তিনি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য পদ পাওয়ার জন্য শত চেষ্টা করেও পাননি। সর্বশেষ তিনি বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার মহিপুর থানার সভাপতি নির্বাচিত হন। সেই কমিটি থেকেও সোমবার (১৪ ডিসেম্বর) দলীয় শৃঙ্খলাভঙ্গের অজুহাতে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বারেক মোল্লা বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচিত হলে কুয়াকাটাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তর করবো।
বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. আজিজ মুসুল্লী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারলে ধানের শীষের জয় হবে। নির্বাচিত হলে পরিকল্পিত নগরী সাজাতে কাজ করবো।
স্বতন্ত্রপ্রার্থী মো. আনোয়ার হাওলাদার বলেন, বর্তমান মেয়র জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আমাকে জনগণ মেয়র নির্বাচিত করলে অভ্যন্তরীণ যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মের চাহিদা পূরণে কাজ করবো।
কাজী সাঈদ/এসএমএম/জেআইএম