নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় লাইসেন্স না থাকায় আলিফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ জানান, আলিফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। এতদিন ল্যাব টেকনিশিয়ান ছাড়াই তাদের কার্যক্রম চলছিল।
তিনি আরও বলেন, উক্ত প্রতিষ্ঠানগুলোতে কোন ডিপ্লোমা নার্স নাই। এমনকি সার্জারির কাগজপত্রে রয়েছে অসঙ্গতি।
এদিকে লাইসেন্স এবং অন্যান্য অসঙ্গতি দূর করতে পারলে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে বলেও জানান জেলা সিভিল সার্জন।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম ও সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল হক।
এস কে শাওন/এসএমএম/জেআইএম