চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রাইভেটকারের ধাক্কায় হোসেন তারিক বাপ্পা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি প্রাইভেটকারের চালক।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ছত্তরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জাগোনিউজকে জানান, মধ্যরাতে বাসটির পেছনে দ্রুতগতির প্রাইভেটকার আঘাত করে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আবু আজাদ/এএএইচ/এমএস