নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশু আরাফাতের (৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মদনপুর লাওসার এলাকায় এ ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদের জন্য রাব্বি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত শিশু আরাফাত স্থানীয় সাবেক ইউপি মেম্বার রফিকুল ইসলাম মনার ছেলে।
নিহত শিশুর বাবা সাবেক মেম্বার রফিকুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি আরাফাত। তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করা হয়েছিল। শুক্রবার সকালে পুকুরে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করা হয়।
বন্দর থানার ধামগড় ফাঁড়ির অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) আজিজুর রহমান জানান, শিশুটির মাথায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপারে বন্দর থানায় মামলা করা হবে।
তিনি আরও জানান, হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনের সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী তোফাজ্জল হোসেনের ছেলে রাব্বিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাহাদাত হোসেন/এসএমএম/জেআইএম