দেশজুড়ে

ডাকাতির পর ‘পালাতে না পেরে’ খেলেন গণপিটুনি

চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে ডাকাতির সময় একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন যাত্রীরা।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল দশটায় চাঁদপুর-শরীয়তপুর রুটের এম ভি শাহআলী-৪ যাত্রীবাহী লঞ্চে এ ঘটনা ঘটে।

আটক বিল্লাহ হোসেন (৩৫) চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বাটের গাও ইউনিয়নের খুরুমখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ শহরে বসবাস করেন বলে দাবি করেছেন।

জানা যায়, সকাল সাড়ে নয়টায় লঞ্চটি রাজরাজেশ্বরের মান্দার বাজার এলাকায় লঞ্চটি পৌঁছালে ১৭-১৮ সদস্যদের একটি ডাকাত দল স্পিডবোট নিয়ে লঞ্চে হামলা চালায়। এ সময় চাপাতি ও দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

কিন্তু যাওয়ার সময় ডাকাত দলের সদস্য বিল্লাল হোসেন খানকে রেখেই অন্যরা পালিয়ে যায়। এ সময় যাত্রীরা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশের সদস্যরা এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ডাকাত সদস্য বিল্লাল হোসেন জানান, তিনি পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী। ডাকাতরা সকালে তাকে অপহরণ করে সাথে নিয়ে এসেছে। তিনি দলের সদস্য নন।

লঞ্চের মালিক আক্তার হোসেন বলেন, সকাল ৮টায় লঞ্চটি শরিয়তপুরের নরিয়া ঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল পৌনে ১০টার সময় চাঁদপুর রাজরাজেশ্বর ইউনিয়নের মাদ্দার বাজার এলাকায় আসার পর ১৭-১৮ জনের একটি ডাকাত দল দুইটি স্পিডবোট নিয়ে আচমকা লঞ্চে প্রবেশ করে যাত্রীদের উপর হামলা চালায়।

এ সময় তারা যাত্রীদের মোবাইল ফোন, টাকা, ব্যাগসহ অনেক কিছু নিয়ে যায়। কিন্তু ডাকাত সদস্য বিল্লাল স্পিডবোটে উঠতে না পারায় যাত্রীরা তাকে আটক করে গণধোলাই দেয়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

নজরুল ইসলাম আতিক/এসএমএম/এমএস