দেশজুড়ে

ট্রান্সমিটার বিস্ফোরণে গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গাইবান্ধার পলাশবাড়ী পাওয়ার গ্রিডে কারেন্ট ট্রান্সমিটার (সিটি) বিস্ফোরণ ও বিকল হওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কারেন্ট ট্রান্সমিটারটি (সিটি) বিস্ফোরিত বিকল হয়।

পলাশবাড়ী পাওয়ার গ্রিডে কর্মরত সহকারী প্রকৌশলী সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,পলাশবাড়ী গ্রিডের অভ্যন্তরে গোবিন্দগঞ্জ ফিডারের একটি কারেন্ট ট্রান্সমিটার বিকেল ৫টার দিকে আকস্মিক বিস্ফোরিত হয়ে বিকল হয়ে যায়। এতে গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে চেষ্টা চালিয়ে দুই ঘণ্টা পর সন্ধা ৭টার দিকে গাইবান্ধায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

সোহেল রানা আরও বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ করতে চেষ্টা চলছে। বিকল্প পদ্ধতিতে দুই ঘণ্টা পর রাত ৯টার মধ্যে গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।’

ট্রান্সমিটার (সিটি) বিস্ফোরণের কারণে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান সহকারী প্রকৌশলী সোহেল রানা।

জাহিদ খন্দকার/এসআর/এমকেএইচ