দেশজুড়ে

ঘরে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লাশ

জামালপুরের ইসলামপুরে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে লিমু আক্তার নামের এক নারী আত্মহত্যা করেছেন। তার স্বামী সৌদি প্রবাসী। তার এক সন্তান রয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর মোল্লাপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

লিমু আক্তার ওই এলাকার হাজি মতিউর রহমান মোল্লার ছেলে সৌদি প্রবাসী হামিদুর রহমানের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে তিন বছর আগে লিমুর পারিবারিকভাবে বিবাহ হয়। এক বছর আগে শ্বশুর-শাশুড়ি থেকে পৃথক হন। এরপর থেকে আলাদা থাকছিলেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তার শাশুড়ি তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসআর/এমকেএইচ