বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে সানাইয়ের সুর কম বেশি সবাই শুনেছেন। কিন্তু খালি মুখে অবিকল সানাইয়ের সুর শুনেছেন কখনো? অসম্ভব মনে হলেও এমনটিই হরহামেশা করেন মানিকগঞ্জের যুবক অনিক মিয়া (২০)।
মুখ দিয়ে অবিকল সানাইয়ের সুর তুলে মানুষকে তাক লাকিয়ে দেন তিনি। তার বিরল প্রতিভা দেখে অবাক সবাই।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়নের দক্ষিণ সারারিয়া গ্রামের মো. রবিউল হাসানের ছেলে অনিক মিয়া (২০)। এলাকার বিভিন্ন অনুষ্ঠানে সানাইয়ের সুর শুনে মনে ইচ্ছে জাগে, খালি মুখে এই সুর তুলবেন। যেহেতু মুখ দিয়ে অনেকেই পশুপাখিসহ বিভিন্ন সুর তুলতে পারেন। তাই চেষ্টা করলে সানাইয়ের সুরও তুলতে পারবেন-এমন ভাবনা থেকেই চেষ্টা চলতে থাকে। বছর খানেক পরে আসে সফলতা। মুখে তোলা সুর হুবহু সানাইয়ের মতো শোনায়।
এলাকায় বিবাহসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনিকের ডাক পড়ে। মুখে সানাইয়ের সুর শুনে অবাক হন সবাই।
অনিকের সুরকে আরও আকর্ষণীয় করতে সহযোগিতা করেন তার কয়েকজন বন্ধু। তারা চাঁদা দিয়ে দোতরা, গিটার, মন্দিরাসহ কয়েকটি বাদ্যযন্ত্রও কিনেছেন।
অনিক মিয়া বলেন, মুখে সানাইয়ের সুর তোলা অনেক কষ্টের। কিন্তু তার পরও ভালো লাগে যখন মানুষ এটি পছন্দ করে।
‘ইচ্ছা মানুষ আমাকে ভিন্নভাবে চিনুক এবং জানুক। তবে ইত্যাদিসহ কোনো বড় পরিসরে তার এই প্রতিভা দেখানোর সুযোগ পেলে আরও উৎসাহিত হবো’ বলে জানান তিনি।
বি.এম খোরশেদ/এএইচ/জেআইএম