চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়রপ্রার্থী মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রতাশী বলে জানা গেছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় উপজেলার একটি মাছের ঘেরের বাঁধ কাটার খবরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, আটক বাঁধন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল বাসার পাটোয়ারীর ছেলে। এছাড়া বাঁধন নিজেও ফরিদগঞ্জ পৌর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ফরিদগঞ্জ যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্যও ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, জনৈক গিয়াস উদ্দিন বাবুল পাটোয়ারীর মাছের ঘেরে দুষ্কৃতিকারীদের হামলা ও লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনার সময় পুলিশের সঙ্গে বাঁধন ও তার অনুসারীদের ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশের এসআই নাসিরুদ্দিনসহ কনস্টেবল শফিকুল আহত হন।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ বাঁধনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র আইনে এবং অপরটি বিস্ফোরক ও সরকারি কাজে বাধা প্রদান আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশের অভিযানে একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার চাকু ও চারটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি শহীদ হোসেন।
এদিকে, গ্রেফতার বাঁধন পাটোয়ারী বলেন, প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি ষড়যন্ত্রের শিকার।
নজরুল ইসলাম আতিক/এমআরআর/জেআইএম