চাঁদপুর হাজীগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পা পিছলে পড়ে রাকিব হোসেন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পঞ্চগড়ের খলিলুর রহমানের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন কাজী মোবারকের ছেলে রাজন হোসেনের সাইট লেবার হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইন সম্প্রসারণের কাজ করছিলেন রাকিব। বিদ্যুতের খুঁটিতে তার লাগিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান। পরে তাকে উদ্ধার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, নিহত রাকিবের পরিবারের সদস্যরা পঞ্চগড় থেকে রওনা দিয়েছেন। পরিবারের সদস্যরা আসলে মৃতদেহ বুঝিয়ে দেয়া হবে। তারা মামলা করলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
নজরুল ইসলাম আতিক/এসআর/এমকেএইচ