দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতসহ সব নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাজি সাইফুল ইসলাম, জেলা জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট শাহ দোরখ শান অ্যাডমিরাল, অ্যাডভোকেট সাথী দাস, অ্যাডভোকেট অনিমেশ রায়, অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট হযরত আলী বেলাল প্রমুখ।
সভায় জানানো হয়, দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ আইনানুগ আদেশ দেন না। বরং তিনি আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং কথায় কথায় মামলা খারিজ করে দেন। বিষয়টি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা হলেও বিষয়গুলোর সুরাহা হয়নি। আইনজীবীরা বাধ্য হয়েই জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং সব নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত (ক, খ, গ ও ঘ) বর্জনের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদের অপসারণ দাবি করেন আইনজীবীরা।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ জানান, আইনজীবীদের সিদ্ধান্তের বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। আদালতের বিষয়গুলো সঠিকভাবে জানালে বা কোন মামলায় আইনানুগ হয়েছে কী হয়নি সেগুলো সঠিকভাবে জানালে সেটি দেখা যেতে পারে। তাছাড়া উচ্চ আদালত তো রয়েছেই। আদালতের নথি না দেখা পর্যন্ত ওই মামলায় সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলা যাবে না।
এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম